রফিকুল ইসলাম, যশোর: যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেনাপোল হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদলের জেলা সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে বহুল প্রত্যাশিত সমাবেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী আকবার চুন্নু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি (খুলনা বিভাগ) মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুগ্মসম্পাদক মহসীন মোল্লা, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আব্দুল জববার খান, সহসাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) নুরুজজামান লিটন ও শামীম কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুবদলের সাবেক সভাপতি মাসুদুর রহমান মিলন, ইসমাইল হোসেন শান্তি, মনিরুল ইসলাম মনি, সালাউদ্দীন আহমেদ, মোর্তোজা সেলিম প্রমূখ।
সভাশেষে জেলা সভাপতি এম তমাল আহমেদ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের সকল পর্যায়ের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।