নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নাজমুল হাসান (২৬) নামে শাহীন স্কুলের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পৌর শহরের কাচারিপাড়া মহল্লার শফিউল আলম খোকনের বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নাজমুল হাসান জামালপুরের মেলান্দহ উপজেলার রুহিলি গ্রামের ছামিউল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাজমুলের ছাত্রী-ছাত্রীরা প্রাইভেট পড়তে এসে ঘরের দরজা বন্ধ পায়। এসময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে নাজমুলের সহকর্মী একই স্কুলের শিক্ষক এবং পাশের রুমের ভাড়াটিয়া শামীমকে জানায়। পরে শামীম নাজমুলের মোবাইলে কল দিলে কোন সাড়া মেলেনি। এমতাবস্থায় জানালা দিয়ে উঁকি দিলে নাজমুলকে তার বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান। একপর্যায়ে বাড়ির মালিক খোকন জেনে তিনি থানা পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ ঘরের দরজা খুলে নাজমুলের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, ময়না তদন্তের জন্য লাশ শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোটের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।