1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে মাদরাসা শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন সাবেক এমপি হেনরি স্বামীসহ মৌলভীবাজার থেকে আটক বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গাজীপুরে পোশাক কারখানা ভাঙচুরের অভিযোগ, আটক ৮ আশুলিয়ায় শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১ সাগর-রুনি হত্যা: সরানো হলো র‌্যাবকে, তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশ নিরাপত্তা নিয়ে সবুজ সংকেত, ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা সাইবার নিরাপত্তা আইন: স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত

কাশ্মীরে আবার উত্তেজনা, গোলাগুলিতে নিহত ১৪

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ভারত-পাকিস্তানের যুদ্ধ যেন থামছেই না। আবারও দুই দেশের সেনাদের মধ্যে গোলাবর্ষণের ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক আর চার জন সেনা সদস্য রয়েছেন। গোলাবর্ষণের ঘটনা দুই দেশের সেনা একে অপরকে দোষারোপ করছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) কাশ্মীর সীমান্তবর্তী এলাকা কেরান সেক্টরে ভারত-পাকিস্তান সেনা সদস্যদের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটে। ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গোলাবর্ষণে নিহতদের মধ্যে ভারতীয় তিন সেনা, একজন সীমান্তরক্ষী এবং ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কমকর্তারা জানিয়েছেন, তাদের চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, ভারতীয় সেনারা এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান কোনো কারণ ছাড়াই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। দুই দেশের সেনাদের গোলাগুলির কারণে স্থানীয় লোকজন ঘরবাড়ি ছাড়িয়েছেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় হামলায় নিহতদের মধ্যে একজন নারীও আছেন। আহত হয়েছেন অন্য ২৭ জন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দু’টি ভিডিও পোস্ট করা হয়েছে। ঐ পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে ‘বিনা প্ররোচনায় হামলা’ করার অভিযোগ তোলা হয়। পাকিস্তানের হামলার জবাবে ভারতের সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেয়া হয় ঐ পোস্টের সাথে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অব কন্ট্রোলের রাখচিকরি ও খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর রকেট ও মর্টার হামলার অভিযোগ তোলা হয়। এদিকে, পাঁচ দিন আগে নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনা ঘটার পর আজ ভয়াবহ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ভারত-পাকিস্তানের যুদ্ধ যেন থামছেই না। আবারও দুই দেশের সেনাদের মধ্যে গোলাবর্ষণের ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক আর চার জন সেনা সদস্য রয়েছেন। গোলাবর্ষণের ঘটনা দুই দেশের সেনা একে অপরকে দোষারোপ করছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) কাশ্মীর সীমান্তবর্তী এলাকা কেরান সেক্টরে ভারত-পাকিস্তান সেনা সদস্যদের মধ্যে গোলাবর্ষণের ঘটনা ঘটে। ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, গোলাবর্ষণে নিহতদের মধ্যে ভারতীয় তিন সেনা, একজন সীমান্তরক্ষী এবং ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কমকর্তারা জানিয়েছেন, তাদের চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি বলছে, ভারতীয় সেনারা এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান কোনো কারণ ছাড়াই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। দুই দেশের সেনাদের গোলাগুলির কারণে স্থানীয় লোকজন ঘরবাড়ি ছাড়িয়েছেন। পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তান শাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় হামলায় নিহতদের মধ্যে একজন নারীও আছেন। আহত হয়েছেন অন্য ২৭ জন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দু’টি ভিডিও পোস্ট করা হয়েছে। ঐ পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে ‘বিনা প্ররোচনায় হামলা’ করার অভিযোগ তোলা হয়। পাকিস্তানের হামলার জবাবে ভারতের সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেয়া হয় ঐ পোস্টের সাথে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অব কন্ট্রোলের রাখচিকরি ও খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর রকেট ও মর্টার হামলার অভিযোগ তোলা হয়। এদিকে, পাঁচ দিন আগে নিয়ন্ত্রণরেখায় দুই পক্ষের লড়াইয়ে তিন ভারতীয় সেনা ও তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনা ঘটার পর আজ ভয়াবহ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com