1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়ার ভ্যাকসিন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, করোনার বিরুদ্ধে দেশটির তৈরি ভ্যাকসিন আশা জাগাচ্ছে। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে এই ভ্যাকসিনের। প্রাথমিক পরীক্ষায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ টিকায় অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তিনি।

সিবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফাইজার ইনকরপোরেশন ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার মতো কয়েকটি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্রুত তাদের টিকার শেষ ধাপের ফলাফল জানাতে পারে।  গত সোমবার (৯ নভেম্বর) মার্কিন টিকা প্রস্তুতকারক ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকা তৃতীয় ধাপের পরীক্ষায় প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ফের রেকর্ড ৬ লাখ ৪৩ হাজার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও প্রায় ১০ হাজার মানুষ। দিনে সর্বোচ্চ রেকর্ড ১ লাখ ৭৭ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com