1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির আগে আসছে না অক্সফোর্ডের টিকা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারির আগে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনওয়ালা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

সিরামের প্রধান নির্বাহী ভায়তীয় এক সংবাদমাধ্যমেকে জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারিতে স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের দেয়ার সম্ভাবনা রয়েছে। সর্বসাধারণের জন্যে এই ভ্যাকসিন আগামী এপ্রিলে দেয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আগামী ২৪ সালের মধ্যে সব ভারতীয়কে এই টিকা দেয়া সম্ভব হবে বলে পুনওয়ালা জানিয়েছেন।

সাধারণ রোগীদের কাছে এই ভ্যাকসিনের দুই ডোজের দাম এক হাজার ভারতীয় রুপি নেয়া হতে পারে। টিকা প্রয়োগের বিষয়ে সবকিছু নির্ভর করছে চূড়ান্ত ট্রায়ালের ফল ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর। ওদিকে সর্বশেষ এক গবেষণার ফলে বলা হয়েছে, অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনটি ৯৫ ভাগ কার্যকর।

বয়স্কদের ক্ষেত্রে এই ভ্যাকসিন সমানভাবে কাজ করে। ওই টিকা উৎপাদনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানিয়েছে, টিকার অনুমোদনের আবেদন করতে ডিসেম্বর নাগাদ সময় লেগে যেতে পারে। ফলে এ বছর টিকা বাজারে আনার সম্ভাবনা ক্ষীণ। আগামী বছরের শুরুতে টিকা বাজারে আসতে পারে বলে আভাস দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com