আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলের ভেতরে অনেকেই তার মৃত্যুকামনা করছেন। শুক্রবার তার দল তৃণমূল কংগ্রেসের বৈঠকে এ কথা বলেছেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে মমতা হঠাৎই বলেন, অনেকে তার মৃত্যুকামনা করছে। কারণ, তিনি মারা গেলে তারা তার চেয়ারে (মুখ্যমন্ত্রীর পদে) বসতে পারবে!
নেত্রীর এই মন্তব্যে সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির। তিনি বৈঠকের মধ্যেই সর্বসমক্ষে ঝরঝর করে কেঁদে ফেলেন। কাঁদতে কাঁদতেই মমতাকে বলতে থাকেন, ‘আপনি এমন কথা বলবেন না। আপনি থাকবেন। আপনি আজীবন আমাদের নেত্রী থাকবেন। আমাদের রাস্তা দেখাবেন।’
বক্সিকে ওইভাবে ভেঙে পড়তে দেখে প্রাথমিকভাবে খানিকটা থমকে যান মমতাও।
এরপরই সামলে নিয়ে তিনি দলের রাজ্য সভাপতিকে বলেন, ‘আপনি কাঁদবেন না। আপনি একটু জল খান। শান্ত হোন।’