আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ছে। বাড়িঘর ছেড়ে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।দাবানলের নিষ্ঠুর থাবা থেকে যেন রেহাই নেই যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াবাসীর। আবারও লোকালয় জ্বালিয়ে ছাড়খাড় করে চলেছে সর্বগ্রাসী দাবানল। প্রাণে বাঁচতে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন।
ঝোড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সিলভেরাদো ক্যানন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। ভয়াবহতা এড়াতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অন্ধকারে দিন কাটাচ্ছেন ১০ হাজারের বেশি পরিবার। আগুন নেভাতে অত্যাধুনিক অগ্নিনির্বাপন সরঞ্জাম নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।