আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অধিবাসীদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) এই নির্দেশনা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটদলীয় গভর্নর গ্যাভিন নিউসোম।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫২৯ জন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৯ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটির হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালিউশান বিভাগ।