নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ স্কাউটস আন্দোলনে বিশেষ অবদান রাখায় দেশের দ্বিতীয় সেরা স্কাউটস নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল হোসেন খান।
গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্কাউটস এর ৪৯তম জাতীয় কাউন্সিলে তিনি দ্বিতীয় সেরা পুরস্কার রৌপ্য ইলিশ পদকে ভূষিত হন এবং এ্যাওয়ার্ড লাভ করেন। বাংলাদেশ স্কাউটস এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে রাষ্ট্রপতির পক্ষে এ পদক ও রাষ্ট্রপতির স্বাক্ষরিত এ্যাওয়ার্ড তোলে দেন বাংলাদেশ স্কাউটস এর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোঃ আব্দুল করিম।
রৌপ্য ইলিশ পদকে ভূষিত আবুল হোসেন খান নালিতাবাড়ী শহরের আমবাগান মহল্লার বাসিন্দা। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শিক্ষকতা জীবন থেকেই তিনি স্কাউটস আন্দোলনে সক্রীয়। ব্যক্তিজীবনে সদাবিনয়ী আবুল হোসেন খান পেশাগত জীবন থেকে অবসর গ্রহণের পর থেকেই স্কাউটস আন্দোলনে পূর্ণ মনোনিবেশ করেন।