1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

নালিতাবাড়ী পৌর নির্বাচন: কেন্দ্রে মানিকের মনোনয়ন গ্রহণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি আতিকুর রহমান মানিকের আবেদন ফরম গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রার্থীতার প্রস্তাবনাটি গতকাল ৭ ডিসেম্বর সোমবার গ্রহণ করে কেন্দ্র।
জানা গেছে, দীর্ঘ সময় ধরেই মেয়র পদে নির্বাচন করতে ও দলীয় মনোনয়ন চেয়ে মাঠে রয়েছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক। বেশকিছুদিন আগে একটি জনসভায় এ পদে তাকে সরাসরি সমর্থন দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। পারিবারিক ও অর্থনৈতিক ফাউন্ডেশন মজবুত হওয়ায় এবং বদিউজ্জামান বাদশার সমর্থন থাকায় মানিক অনেকটা আলোচনায় চলে আসেন প্রার্থী হিসেবে। শহরে গণসংযোগ, শোডাউন ও ভোট প্রার্থনাসহ বেশ প্রচারণাও চালান। তবে গত ৩ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের আহবানে সেখানে আবেদন জমা না দিলে তাকে ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। পরদিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক এমপি এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালের স্বাক্ষরিত প্রার্থী হিসেবে আবেদন কেন্দ্রে জমা দিতে গেলে প্রথমে ব্যর্থ হন। পরবর্তীতে জেলা কমিটির প্রস্তাবিত প্রার্থী হিসেবে পুনরায় ৭ ডিসেম্বর আবেদন জমা দিতে গেলে কেন্দ্র তার আবেদন গ্রহণ করে। এর ফলে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আতিকুর রহমান মানিক মনোনয়নযুদ্ধে অবতীর্ণ হলেন। আতিকুর রহমান মানিক অনেকটা দৃঢ়তার সাথে তার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com