1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

শ্রীবরদীতে বেতন-বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর): কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শেরপুরের শ্রীবরদীতে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি পালন করা হচ্ছে।
গত ২৬ নভেম্বর থেকে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন শ্রীবরদী শাখার স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিরা ৮ ডিসেম্বর মঙ্গলবার ১৩ দিন যাবত এ কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন নামে একটি সংগঠন।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই সংগঠনের শ্রীবরদী শাখার সভাপতি স্বাস্থ্য সহকারি হামিদুল হক মিয়া এ প্রতিনিধিকে জানান, নিয়োগ বিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের দাবীতে এ কর্মবিরতি পালিত হচ্ছে। আশাকরি অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আমাদের এ যৌক্তিক দাবি পূরণ করবেন।
সাধারণ সম্পাদক স্বাস্থ্য সহকারি মোনতাসির আহমেদ জানান, শ্রীবরদীতে ২৪১টি টিকদান কেন্দ্রে ৪ জন স্বাস্থ্য পরিদর্শক, ১৩ জন সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও ৩৬ জন স্বাস্থ্য সহকারি ১০টি মারাত্মক সংক্রমিত রোগসহ হাম-রোবেলা টিকাদান কর্মসূচি পালণ করছেন। কিন্তু কর্মবিরতির কারণে এসকল কাজ বিঘিœত হচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে কথা বলেন, শ্রীবরদী হেল্থ এসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও স্বাস্থ্য ইনচার্জ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক স্বাস্থ্য সহকারি রবিউল হাসান মুক্তা, স্বাস্থ্য সহকারি ইসমত আরা বেগম এবং আবু সাঈদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com