শেরপুর: শেরপুরে হাম-রুবেলা টিকা প্রদানের ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ। এসময় গোলাম মোস্তফা, ডা. আক্রাম হোসেনসহ অনান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনেবলা হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৩ লাখ ৭৩ হাজার ৮৮৫জন শিশুকে ৩ হাজার ৯০১টি কেন্দ্রে হামরুবেলা টিকা দেয়া হবে।