1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

শেরপুরে প্রেমিককে দায়ী করে চিরকুট লিখে অন্তঃসত্বা কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

শেরপুর : “রাশেদকে বাঁচতে দিওনা আম্মু, রাশেদ আমাকে তিলে তিলে শেষ করে দিল। রাশেদের কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম” চিরকুটে এসব কথা লিখে আত্মহত্যা করেছে ইতু নামের ৮ম শ্রেণি পড়ুয়া এক অন্তঃসত্বা কিশোরী। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কুঠুরাকান্দা পশ্চিমপাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ইতু ওই এলাকার রহমত উল্লাহর মেয়ে এবং স্থানীয় নতুনকুঁড়ি স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ জানায়, কুঠুরাকান্দা পূর্বপাড়ার অগ্রদূত স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র রাশেদের সাথে ইতুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের ফাঁদে ফেলে ইতুর সাথে একাধিকবার শারিরীক সম্পর্ক করে রাশেদ। ফলে ইতু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রেমের সম্পর্ক অস্বীকার করে রাশেদ। পরে লজ্জায় উপায়ান্তর না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে ইতু।
এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ইতুর লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশ থেকে ইতুর লিখে রাখা চিরকুট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, ‘আম্মু রাশেদের কারণে আমি আমার জীবন শেষ করে দিলাম। পারলাম না কষ্ট করে আর এই তরে বেঁচে থাকতে। জানি আমি তুমাকে অনেক কষ্ট দিছি, আর এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। রাশেদ আমাকে বলছিল, কোনদিন আমাকে ভুলে যাবে না। আর এসব মিথ্যা কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। এখন আমার সাথে রিলেশন রাখতে চায় না। এর জন্য আমার জীবন দিয়ে দিলাম। রাশেদকে কখনও সুখে থাকতে দিও না, এটা তুমাকে কসম দিলাম। তুমি রাশেদের জীবন নষ্ট করে দিও। যে তোমার অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিয়ে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিল, তুমি তার জীবন নষ্ট করে দিও। রাশেদ আমাকে বাঁচতে দিল না, কারণ তার বাচ্চা আমার পেটে।’
চিরকুটে আরও লেখা ছিল, ‘মৌসুমি আন্টি, মেঘলা, সাজেদা আপা, আজাদ ভাই, খুশি আপা, নিশি, শফিক, মোশাররফ ও ময়নাল তারা সবাই আমার আর রাশেদের কথা জানে। তামজিদ, রাশেদের কাকা এরা সবাই মিলে আমার জীবন শেষ করে দিছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন জানান, ইতুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com