মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপ-পুলিশ পরিদর্শক হারুন সরকার, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্ট্রেশন অফিসার আব্দুল লতিফসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জাসদের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দিবসটি স্বল্প পরিসরে পালন উপলক্ষে পৃথকভাবে উপ-কমিটি গঠন করা হয়।