নালিতাবাড়ী (শেরপুর) : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তি করার প্রতিবাদ স্বরূপ নবীকে ভালোবেসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ‘ফোয়ারা-মুহাম্মাদ (সাঃ)’ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ফোয়ারা উদ্বোধন করেন নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। বাদ মাগরিব এ উপলক্ষে পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় উদ্বোধক মাহবুুর রহমান রিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন অংশ নেন। দোয়া পরিচালনা করেন নন্নী মারকাজ মসজিদের খতিব মুফতি সালমান মুনীর। উদ্বোধনকালে প্রধান শিক্ষক আবু সাইদ ও নেছার উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং নন্নী এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন, ফ্রান্সে আমাদের প্রিয় নবীকে (সাঃ) নিয়ে ব্যঙ্গ ও কটুক্তির প্রতিবাদে গত ৩০ অক্টোবর নন্নীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে প্রতিবাদ হয়। সেদিনের উপস্থিত মুসলমানদের প্রাণের দাবী হিসেবে আলাহকে রাজী এবং খুশি করার উদ্দেশ্যে পরিষদের নিজস্ব অর্থায়নে এ ‘ফোয়ারা-মুহাম্মদ (সাঃ)’ নির্মাণ করা হয়।