1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

ঝিকরগাছায় ২০বিঘা জমির আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছায় ১৮জন আম চাষীর ২০বিঘা জমির আম গাছ কেটে কোটি টাকার ক্ষতি করলো সঙ্গবদ্ধ দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের খরুষা গ্রামে হিংসাত্মক এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে খরুষা গ্রামের মৃত আমির হোসেন মোড়লের ছেলে আমচাষী দিপু আহম্মেদ ক্ষতিগ্রস্ত  আম চাষীদের পক্ষে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা যায়, বিগত কয়েক বছর চাষীরা ধান, পাট চাষ করে কাঙ্খিত দাম না পাওয়ায় আম চাষের দিকে ঝুকে পড়েছে। ফলে খরুষা গ্রামের মাঠে আম চাষীদের অসংখ্য আমবাগান গড়ে উঠেছে এবং আম চাষীরা আম চাষ করে অনেক লাভবান।
বৃহস্পতিবার ভোরে চাষীরা মাঠে দেখেন, ঝড়ের মত ক্ষতিগ্রস্ত আম বাগান। ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন- খরুষা গ্রামের আম চাষী দিপু আহম্মেদ (৩বিঘা), আতাউর রহমান (১৭ কাঠা), ফজলুর রহমান (২৫ কাঠা), আব্দুল মালেক (১৫ কাঠা), আব্দুল খালেক (১৫কাঠা), মৃত বাবর আলী (৬ কাঠা), মশিয়ার (১৫ কাঠা), তাহাজ্জত হোসেন (১৭ কাঠা), মৃত তোফাজ্জেল হোসেন (১৭ কাঠা), মৃত আলতাফ হোসেন (১৭ কাঠা), শাহাজান (২বিঘা ১০ কাঠা), আব্দুল মান্নান (১৫ কাঠা), মুনছুর আলী (১০ কাঠা), আতিয়ার (১ বিঘা১০ কাঠা), আব্দুল করিম (১ বিঘা), মিজাক আলী (৬ কাঠা) এবং আরও অনেক।
আম চাষীদের আম গাছ কে বা কারা গোড়া থেকে কেটে মাটিতে নামিয়ে দিয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা। আম চাষীরা এখন দিশেহারা হয়ে পড়েছে।
আম চাষী শাহাজান জানান, আমার আড়াই বিঘা জমির আম গাছ দুর্বৃত্তরা কেটে আমার আর্থিকভাবে অনেক ক্ষতি করলো। মানসিক কষ্টে আমি আর আমার জমিতে যেতে পারছি না।
আম চাষী আতাউর রহমান জানান, আমি অনেক আশা নিয়ে আম চাষ শুরু করেছি। দুর্বৃত্তরা আমাদের এভাবে ক্ষতি করলে আমরা সর্বশান্ত হয়ে পথে বসে যাব।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার তদন্ত চলছে। সত্য উৎঘাটনের সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com