1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

বেনাপোলে আওয়ামী লীগের প্রবীণ নেতাদের কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার সকল ইউনিয়ন থেকে প্রবীণ আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ, সুবর্ণ জয়ন্তী, মুজিব জন্মশতবর্ষে শুভেচ্ছা বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ এর পর‌ শার্শা উপ‌জেলার বাংলা‌দেশ আওয়ামী লীগ এর যে সব ত্যা‌গী নেতা-কর্মীরা অব‌হে‌লিত এবং বয়‌সের ভা‌রে বৃদ্ধ হতে চলেছে এবং যা‌দের লড়াই-সংগ্রা‌মে এদেশ স্বা‌ধীন হ‌য়ে‌ছে সেই সকল শ্রদ্ধাভাজন বর্ষীয়ান রাজ‌নিতী‌বিদদের সন্মা‌নে বি‌শেষ কৃতজ্ঞতা সমা‌বেশ এর আ‌য়োজন ক‌রে‌ন য‌শোর জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
শ‌নিবার (১২ই ডিসেম্বর) বি‌কে‌লে বেনা‌পোল বল‌ফিল্ড মা‌ঠে ব্যতিক্রম ধর্মী এ কৃতজ্ঞতা সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন শার্শা উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও সা‌বেক উলাশী ইউ‌পি প‌রিষদ এর চেয়ারম্যান শ‌হিদুল আলম। এসময় ১৫৩ জন প্রবীন বর্ষীয়ান ত্যা‌গী অব‌হে‌লিত রাজ‌নিতী‌বিদদের উত্ত‌রীয় সন্মা‌ন ও সন্মা‌নীয় ক্রেস্ট প‌রি‌য়ে দেন মেয়র লিটন।
য‌শোর জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনা‌পোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ব‌লেন, গত শতা‌ব্দীর প্রবীণ ও বর্ষীয়ান আওয়ামী লী‌গের নেতা-কর্মীরা যারা বয়‌সের ভা‌রে ন্যুব্জ, যা‌দের লড়াই আর সংগ্রা‌মে আমরা পে‌য়ে‌ছিলাম এক‌টি ভু-খন্ড, যারা আজ সমস্ত আ‌লো আর আ‌লোচনার বাই‌রে, যারা এক সময় ছি‌লেন শার্শা উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রাণ, সততার সা‌থে সাংগঠ‌নিক নেতৃত্ব দেওয়ার এক গৌরবজ্জল ই‌তিহাস তারা আজ অ‌ভিমা‌নে নি‌জে‌দের গু‌টি‌য়ে নি‌য়ে‌ছেন। এই প্রবীণ নেতারা নির্যা‌তিত-নি‌পিড়ীত মানু‌ষের জন্য লড়াই ক‌রেছেন। তা‌দের অবদা‌নের জন্য আজ বাংলা‌দেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়।
শার্শা উপ‌জেলা আওয়ামী লীগ নেতা সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা আহসান ফি‌রোজ ব‌লেন, এখ‌নো এরকম শ্রদ্ধা জানা‌তে আওয়ামী লী‌গে নেতা আ‌ছে ভাব‌তে আমার চো‌খে জল আস‌ছে।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সালাউদ্দিন আহমেদ, আব্দুল জলিল, আহাসান উল্লা মাস্টারসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রবীণ শ্রদ্ধাভাজন নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com