শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম স্বোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, জাতির পিতা আমাদের গৌরব, আমাদের অহংকার। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা নিজ নিজ দায়িত্ব থেকে এ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবো।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, ওসি (তদন্ত) মো: বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন,উপজেলা কৃষি অফিসার, হুমায়ুন দিলদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন প্রমুখ।