শ্রীবরদী (শেরপুর) : চতূর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে সেমিনার ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শ্রীবরদী সহযোগিতায় সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শ্রীবরদী’র সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বিতর্ক প্রতিযোগিতায় তাতিহাটি আইডিয়াল স্কুল (প্রথম), টেংগরপাড়া উচ্চ বিদ্যালয় (দ্বিতীয়) এবং চিত্রাংকন প্রতিযোগিতায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ওয়াসিকা ইরা রাউদা (প্রথম), ২০ নং তাতিহাটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আসিম (দ্বিতীয়) ও নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাহনুর মাহজাবিন অর্থি (তৃতীয়) স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করেন।