মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর ) ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, সহকারী শিক্ষক রোস্তম আলী, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হাসানসহ অন্যান্য প্রধান শিক্ষকগণ।