যশোর : নিয়মিত খেলা-ধুলা করলে শরীর ও মন ভাল থাকে। শরীর ভাল থাকলে পার্থিব জগতের কোন কাজে কেউ পিছিয়ে থাকে না। সমাজের খারাপ কাজ থেকেও নিজকে দুরে রাখা সম্ভব হয় শুধুমাত্র খেলা-ধুলায় নিয়ম মেনে মনোনিবেশ থাকলে। বর্তমানে মাদকমুক্ত সমাজ গড়ার ভাল মাধ্যম হলো খেলা-ধুলা। খেলা-ধুলা একদিকে যেমন নিজের শরীরকে সুস্থ রাখে অন্যদিকে সমাজের মানুষের সাথে মানুষের বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে। আর বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে সমাজ তথা দেশের উন্নয়নে যুবকরাই পারে নিজেদের উৎসর্গ করতে।
রোববার বিকালে যশোরের শার্শা উপজেলার নাভারণ-বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাভারণ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন একথা বলেন।
বেনাপোল আদিবা ইন্টারপ্রাইজ একাদশ ও নাভারন ক্রীড়া কল্যান সমিতির মধ্যকার খেলায় প্রথমার্ধে বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার দ্বিতীয়ার্ধে নাভারন খেলোয়ার কল্যান সমিতির ১ গোলে সমতা ফিরে আসে। পরে টাইব্রেকারে উভয় দল সমান ভাবে ১১-১১ গোল করার কারণে বিচারক মন্ডলীর চুড়ান্ত সিদ্ধান্তে উভয় দলকে চ্যাম্পিয়ান ঘোষনা করেন। নাভারন ক্রীড়া কল্যান সমিতির ১০ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বিচমার্ককে ম্যান অব দি ম্যাচ ঘোষনা করেন। খেলা শেষে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন উভয় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় সাবেক খেলোয়াড় দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, সহ-সভাপতি আলহাজ¦ সালেহ আহম্মদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ও উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন আমিনুর রহমান ও সেলিম রেজা। নাভারণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।