1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শ্রীবরদীতে সংখ্যালঘু পরিবারের ভূমি জবর দখলের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীত বিপুল মোদক (৪০) নামে এক সংখ্যালঘুর ভূমি জবর দখল করে প্রায় এক লাখ টাকা মূল্যের বৃক্ষ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। নানা অত্যাচারে সংখ্যালঘু পরিবার আতংকে দিন কাটাচ্ছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) সরেজমিন গেলে এসব অভিযোগ তুলেন উপজেলার ঝগড়ারচর মোদকপাড়া গ্রামের বাসিন্দা মৃত হরিমোহন মোদকের ছেলে বিপুল মোদক।
অভিযোগে জানা যায়, দেশ স্বাধীনের পর পারিবারিক সমস্যার কারণে বিপুল মোদক পরিবারের সবাইকে নিয়ে ভারতে যায়। এ সুযোগে স্থানীয় ভূমিদস্যুরা তার ভূমি জবর দখল করে। তার কিছু জমিতে সরকারিভাবে করা হয় গোদাম ঘর ও সমাজ সেবা অফিস। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা মৃত আব্দুস সামাদ ওরফে নেতাই আকন্দের ছেলে লুৎফর রহমান গোদাম ঘরের পাশে পরিত্যক্ত জমিতে ঘর তুলে বসবাস করে। এ ঘটনা জানতে পেরে বিপুল মোদক ভারত থেকে দেশে এসে লুৎফর রহমানসহ ৯জনকে আসামী করে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।
এদিকে গত রবিবার ওই জমিতে শতবর্ষী বৃহৎ একটি কড়ই গাছ কর্তন করে। যার মূল্য প্রায় এক লাখ টাকা। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও এসআই শফিকুর রহমান। বৃক্ষটি যাতে বেহাত না হয় এ জন্য লুৎফর রহমানকে মৌখিকভাবে বলে আসেন তারা।
তবে জবর দখলের বিষয় অস্বীকার করে অভিযুক্ত লুৎফর রহমান বলেন, আমি দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছি। আমি এই জমি ক্রয় সূত্রে মালিক। এ জন্য আমি বৃক্ষ কর্তন করেছি। এছাড়াও আদালতে আমি মামলা করেছি। সত্যতা নিশ্চিত করে ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গাছটি অনেক পুরনো। এখানে সরকারি গোদাম ঘর ও সমাজ সেবা অফিস ভবন আছে।
অথচ লুৎফর রহমান জোড় পূর্বক ওই জমিতে বসবাস করে সমাজ সেবা অফিস ভবনের ক্ষয়ক্ষতি করছে। এমনকি বৃক্ষটি কর্তন করে বিক্রির পায়তারা করছে। এ জন্য তার হেফাজতে রাখতে বলা হয়েছে।
এসআই শফিকুর রহমান বলেন, সংখ্যালঘু বিপুল মোদকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাতে শান্তিশৃংখলা বিঘ্নিত না হয় এ জন্য পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com