শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,- উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র আবু সাইদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমএ মতিন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল-আমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।