ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শ্যালিকাকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক লম্পট দুলাভাইকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত লম্পট দুই সন্তানের জনক মোঃ হাসমত আলী (৩০) শ্রীবরদী পৌর শহরের তারাকান্দি এলাকার ময়েদ উদ্দিনের ছেলে।
জানা যায়, পৌর এলাকার উত্তর শ্রীবরদী এলাকার আব্দুস সাত্তার বাচ্চুর এইচএসসি পড়–য়া কন্যাকে বেশ কিছুদিন আগে হাসমত আলী অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। এ ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে শনিবার রাতে শ্রীবরদী থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই রুকন উদ্দিন তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাতেই গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে হাসমত আলীকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় অপহৃতা এইচএসসি পড়–য়া কন্যাকে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুকন উদ্দিন বলেন, রাতেই তথ্য প্রযুক্তির সহায়তায় হাসমত আলীর অবস্থান সম্পর্কে আমরা অবগত হই। নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও শ্রীবরদী থানার নবাগত ওসি মোখলেছুর রহমানের দিক নির্দেশনায় রোববার ভোর সকালে রাজেন্দ্রপুর থেকে তাদের আটক করা হয়। ভিকটিমকে ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে বয়স নির্ধারণ ও ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করা হবে। শ্রীবরদী থানার ওসি মোখলেছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাসমত আলী ও তার পিতা ময়েদ আলীসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।