নালিতাবাড়ী (শেরপুর) : উপজেলা প্রশসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে করেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী নুপুর আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থঅনীয় মুক্তিযোদ্ধবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তাগণ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন।