শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি জনপদ হারিয়াকোনা সড়কে ঝরণার ওপর ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে হারিয়াকোনা সড়কের ঝরণার ওপর দ্রুত তিনটি ব্রীজ নির্মাণের দাবি তুলে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে হারিয়াকোনা গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন -হারিয়াকোনা ব্রীজ বাস্তবায়ন কমিটির সভাপতি সেংরাক নিপুন ম্রং, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, স্থানীয় ইউপি সদস্য আবুজল মিয়া, প্রমিজ ম্রং প্রমুখ।