1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ  করা হয়।
১৬ ডিসেম্বর বুধবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির অংশ গ্রহণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সকল মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও জাসদের নেতৃবৃন্দ।
এছাড়াও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায়, মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com