নালিতাবাড়ী (শেরপুর) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম এ অভিযান পরিচালনা করে ৬টি শ্যালুচালিত ড্রেজার ধ্বংস করেন।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর বুরুঙ্গা ও পলাশিকুড়া মৌজায় নিষিদ্ধ সীমানার মধ্যে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছিল। ফলে জেলা প্রশাসনের নির্দেশে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ওইসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বুরুঙ্গা ও পলাশিকুড়া মৌজায় শ্যালুচালিত ৬টি ড্রেজার জব্দ করে তা অকার্যকর করা হয়। তবে এসময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।