বাংলার কাগজ ডেস্ক : এবার ইউটিউব চ্যানেল খুললেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (১৯ ডিসেম্বর মালয়েশিয়া সময় রাত ৮ টা ৫২ মিনিটে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে ইউটিউবের লিংক শেয়ার করে তা সাবসক্রাইব ও শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
এর আগে গেলো ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্তে সাধারণ মানুষের মতামত জানতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন মিজানুর রহমান। স্ট্যাটাস দেয়ার পর সেখানে প্রায় ৬৪ হাজার মানুষ তাদের মতামত প্রকাশ করেন যার শতভাগ-ই ইউটিউব চ্যানেল খোলার পক্ষে মত দেন। স্ট্যাটাসটি ৩ হাজার ৬’শ জন শেয়ার করে এবং ৩ লক্ষ পঞ্চান্ন হাজার লাইক রিএ্যাক্ট পড়ে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পড়াশুনার উদ্দেশ্যে মালয়েশিয়ায় অবস্থান করছেন মিজানুর রহমান আজহারী। তিনি এখানকার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।