1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ করোনা রোগীর মৃত‌্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের একটি করোনা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের বয়স ৫৬ থেকে ৮৫ বছরের মধ্যে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ‌্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেন্তিন কোকা এক টুইট বার্তায় জানান, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আট হলেও পরে তা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে।

এদিকে তুরস্কের সরকারি দপ্তর জানিয়েছে, ‘উচ্চ চাপের অক্সিজেন ডিভাইসের’ বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে। এতে সৃষ্ট আগুনে ১৯ রোগী আহত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, তুরস্কে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ চার হাজার ২৮৫ জন। প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৮৫১ জন।

দেশটিতে এখনও দুই লাখ সাত হাজার ৩৬৬ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com