1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় অনলাইনে শিক্ষায় অবদান রাখায় সম্মাননা পেলেন সাইফুল

  • আপডেট টাইম :: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম অনলাইনে শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদান রাখায় জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক সম্মাননা স্মারক পেলো।
গত শুক্রবার জেলা শিক্ষা অফিস মিলনায়তনে জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনলাইন শিক্ষায় সফলতা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসাইন।
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। অনুষ্ঠান শেষে অনলাইন শিক্ষায় স্বীকৃতি হিসেবে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ ২৮জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলো। কৃতি শিক্ষক মো: সাইফুল ইসলাম এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার সহধর্মিণী হামিদা আক্তার।
শিক্ষক সাইফুল ইসলাম আলোচনায় সাংবাদিকদের বলেন, এ সন্মাননা আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে এবং এ টু আই এর ও ঈঞ ৪ ঊ জেলা এম্বাসেডর হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা, করোনাকালীন সময়ে নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নিজ উদ্যোগে অনলাইনে পাঠদানের ক্ষেত্রে সহায়তা প্রদানের চেষ্টা করেছি বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com