নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ক্যাম্পেইন চলবে ৬ সপ্তাহব্যাপী।
ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা, মেডিক্যাল অফিসার ডা: নাজমুস সাকিব, ডা: আবদুল্লাহ আল-নোমান, ডা: কামরুজ্জামান, ডা: মালিহা নুঝাত, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, মেডিক্যাল টেকনোলজিষ্ট আবু কাওসার বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা জনান, নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৬০ হাজার শিশুকে এই টিকাদান কর্মসূচীর আওতায় আনা হয়েছে।