নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলার নকলা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজাকে হত্যার হুমকীদাতা ও এক লাখ টাকা চাঁদা দাবীকারী শরীফুল ইসলাম শিপ্তকে রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। এসময় তার সাথে থাকা ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন অপারেটরের ১১টি সিম উদ্ধার করা হয়।
শিপ্ত উপজেলার ডাকাতিয়াকান্দা গ্রামের নবিজুল হকের ছেলে ও সরকারি হাজী জালমামুদ কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, সম্প্রতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজার কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১লাখ টাকা চাঁদা দাবী করে অজ্ঞাত এক ব্যক্তি। চাঁদা না দিলে চেয়ারম্যানসহ তার পরিবারকে হত্যা করবে বলেও হুমকী দেয়া হয় ভিন্ন ভিন্ন নাম্বার থেকে। ফলে চেয়ারম্যান আনিছুর রহমান সুজা গত ২৮ নভেম্বর নিরাপত্তার স্বার্থে নকলা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শণাক্ত করে রোববার দুপুরে নিজ বাড়ি থেকে হুমকীদাতা শিপ্তকে গ্রেফতার করে থানা পুলিশ।