নালিতাবাড়ী (শেরপুর) : নতুন নিবন্ধনকৃত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাঙ্কলড়ি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ময়মনসিংহ- ০২০) এর পোড়াগাঁও ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে অফিসটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী সভায় শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ আলী।
অন্যান্যের মাঝে পোড়াগাঁও ইউনিয়ন আ’ লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন ও এরশাদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও শ্রমিক ইউনিয়নের কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান অপু, পোড়াগাঁও পরিচালনা কমিটির বাদশা মিয়া, বাছির উদ্দিন, মনির হোসেন, ওহাব আলী, হারুন মিয়া, আব্বাস আলী ও অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।