ময়মনসিংহ: ময়মনসিংহের বেলতলী এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে পাঁচ যাত্রী নিয়ে ওই অটোরিকশা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলো। বেলতলী বাজারে দাঁড়ানো পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। আহত হন দুজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।