শেরপুর: শেরপুরের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে সাইফুল ইসলাম নামের এক গৃহকর্তার গৃহিণী স্ত্রী রোজিনা আক্তারের কোল জুড়ে এসেছে তিন নবজাতক। ওই তিন নবজাতকই ছেলে সন্তান। প্রসূতি রোজিনা বেগম পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নীলক্ষীয়া সরকার পাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (২০ ডিসেম্বর) রাতে শেরপুর পৌর শহরের রাজা বাড়ীর ফিরোজা মর্তুজ হাসপাতাল এন্ড ডায়াগোনেস্টিক সেন্টারে অস্ত্রপাচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ওই তিন নবজাতক। চিকিৎসক বলেছেন বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।
নবজাতকদের পিতা সাইফুল ইসলাম জানান, তাদের ৬ বছরের আরো একজন কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ৬ বছর পর সংসারে একসাথে তিন ছেলে সন্তান জন্ম গ্রহণ করায় তিনি বেশ খুশি হয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে, ফিরোজ মর্তুজ হাসপাতালের পরিচালক ডাঃ ফয়জুল আলম সাংবাদিকদের বলেন, তিন নবজাতক ও মা এখন পর্যন্ত সুস্থ আছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। নবজাতকরা যাতে সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে পারে সেই প্রত্যাশা চিকিৎসক এবং ওই দম্পতির।