1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : নিজ ঘরে বসে মাদক সেবনের দায়ে খোকন মিয়া (৫১) নামে সাবেক এক ইউপি সদস্যকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত খোকন মিয়া ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানকালে হাতিবান্ধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য খোকনের বসত ঘরে তল্লাসী চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় খোকনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খোনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর সোহেল ও পরিদর্শক এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com