নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে ২শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নালিতাবাড়ীতে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের পালপাড়া মন্দিরপ্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রাজিলা সুলতানা।
গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ২শ কম্বল বিতরণকালে নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা ছাড়াও ওয়ার্কার্স পার্টি শেরপুর সদর শাখার সম্পাদক হুমায়ন কবীর খোকন, ক্ষেতমজুর ইউনিয়ন নকলা শাখার সভাপতি আলমাস শেখ, নালিতাবাড়ী শাখার সভাপতি আব্দুল হালিমসহ ওয়ার্কার্স পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নালিতাবাড়ী পৌর নির্বাচনকে সামনে রেখে ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী রাজিয়া সুলতানা বিভিন্ন সময় চাল, গেঞ্জি, মাস্ক, শাড়ি ও কম্বলসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন।