ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খ্রীষ্টানপল্লী মরিয়মনগর গ্রামে বড়দিন উপলক্ষে দরিদ্র গারো আদিবাসীদের মাঝে তেল, টিশার্ট ও কম্বল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মরিয়ম নগর ধর্মপল্লীতে ময়মনসিংহ অঞ্চলের ‘কারিতাস’ ও শেরপুরের শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন সবার জন্য আমরা’ এর সৌজন্যে এসব সামগ্রী উপহার প্রদান করা হয়।
এসময় ঝিনাইগাতী উপজেলার টিডব্লিউএ এর সাধারণ সম্পদক অসিম ম্রং, সাবেক চেয়ারম্যান আল ফন্স চিরান, কালব এর জেলা ব্যবস্থাপক কাত্তিরোজ চিরান, ফাদার আশিষ রোজারিও, পবিত্র ম্রং, হেমার্সান চিরান, গরেটি মারিয়া ম্রং, পবিত্র ম্রং প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন স্থানীয় দরিদ্র শতাধিক আদিবাসীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।