শ্রীবরদী (শেরপুর) : ভেজাল পণ্য বর্জনের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে পণ বিপণনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্মসচিব ও সদস্য শাহ মো: আবু রায়হান আল-বেরুনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মৎস কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহল আলম তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।