নালিতাবাড়ী (শেরপুর) : অনেক জল্পনা-কল্পনা, উদ্বেগ-উৎকণ্ঠা আর আলোচনা-সমালোচনার ফাঁক গলে নৌকার মাঝি হয়ে মেয়র পদে প্রার্থী হয়ে পুনঃজন্ম নিলেন বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬৪টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণায় আবু বক্কর সিদ্দিকের নাম উল্লেখ করা হয়।
৫ম বারের মতো অনুষ্ঠিতব্য দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মোট ১০জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হয়েছিলেন। এরমধ্যে বর্তমান মেয়র ও সদ্য দলীয় মনোনয়ন প্রাপ্ত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা রমজান আলী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, সাবেক ছাত্রনেতা তোফায়েল আলম ও ছাত্রনেতা তাইয়বুর রহমান রুবেল।
এরমধ্যে গত ৩ ডিসেম্বর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে রমজান আলী, তোফায়েল আলম ও তাইবুর রহমান রুবেলের প্রার্থীতা দলীয় বিবেচনায় বাতিল করা হয়। পরবর্তীতে ৫ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে আবু বক্কর সিদ্দিক, হাবিবুর রহমান ডিপু, আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, মোকলেছুর রহমান ও নজরুল ইসলাম এ ৬ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। এছাড়াও জেলা কমিটির সুপারিশ নিয়ে প্রস্তাবিত তালিকায় অন্তর্ভূক্ত করে কেন্দ্রে মনোনয়নের আবেদন জমা দেন আতিকুর রহমান মানিক।
এরপর গত ২১-২৩ ডিসেম্বরের মধ্যে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে আবেদন করেন উপরোক্ত ৭ প্রার্থী। এরপর থেকে যেন মনোনয়ন নিয়ে উত্তেজনা উৎকণ্ঠায় রূপ নেয়। প্রার্থী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ আর প্রত্যাশা দুটোই কাজ করছিল সমানতালে। অনেকেই বা হাল ছেড়ে বসে পড়ার অবস্থা। অবশেষে আজ (২৬ ডিসেম্বর শনিবার) দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ঘোষণা অনুযায়ী সে জল্পনা-কল্পনা আর উদ্বেগের পরিসমাপ্তি হলো।