1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

শ্রীবরদীতে স্কাউটসের ১৭৪তম ওরিয়েন্টশন কোর্স উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটসের ১৭৪তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকালে শ্রীবরদী এপিপি ইনস্টিটিশনের হলরুমে দিনব্যাপী ওই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার সভাপতি নিলুফা আক্তার।
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার ব্যবস্থাপনায় দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার সহকারী কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার সম্পাদক আলহাজ্ব নূর হোসেন, কমিশনার শফিউল ইসলাম, কোর্স লিডার আবুল হোসেন, যুগ্মসম্পাদক হুমায়ুন কবীর, শ্রীবরদী এপিপিআই এর প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষক অংশগ্রহণ করেন। এক দিনের এ কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com