শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃতরা হলো- শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদে চান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় বড় পোড়াগড় গ্রামের আব্দুল ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পেছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদীগামী একটি মোটরসাইকেল আব্দুল ওহাবকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।