আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ ফ্লাইটের মাধ্যমে শুধু মাত্র প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন। দি জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন (GACA) সোমবার ( ২৮ ডিসেম্বর) এই নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনাতে বলা হয়, কয়েকটি দেশে করোনা নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে হঠাৎ সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। বিমান চলাচল নিষেধাজ্ঞার এই মেয়াদ গতকাল আবারও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়। ফলে ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে বিপাকে পরে দেশটিতে অবস্থানরত অসংখ্য প্রবাসী। তাদের (প্রবাসীদের) অসুবিধার কথা বিবেচনা করে বিশেষ ফ্লাইট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
এক্ষেত্রে, কেবলমাত্র প্রবাসীদের তারা সৌদি আরবের বাহিরে নিয়ে যেতে পারবে। কিন্তু বাহিরের দেশ থেকে সৌদি আরবে কাউকেই নিয়ে আসতে পারবে না।