নালিতাবাড়ী (শেরপুর) : বিচারপ্রার্থী অসহায়দের ‘সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান’ বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড ও ডেমোক্রেসি ওয়াচ শেরপুরের যৌথউদ্যোগে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ও ইউএসএআইডি প্রমোটিং পিস এন্ড জাস্টিজ (পিপিজে) একটিভিটি প্রকল্পের অর্থায়নে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুরের সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনি, উপজেলা লিগ্যাল এইড কমিটি’র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন উপজেলা শাখা’র সভাপতি আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
গণশুনানীতে লিগ্যাল এইড কমিটি কর্তৃপক্ষ বিভিন্ন ভুক্তভোগীর সমস্যা শোনেন এবং তা সমাধানের কথা ব্যক্ত করেন।