1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ভিজিএফ’র চাল কেলেঙ্কারী মামলা পুনঃতদন্তের দাবী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ভিজিএফ’র চাল কেলেঙ্কারীর ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত মামলার পুলিশি তদন্ত পক্ষপাতমূলক দাবী করে পুনঃতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারস্থ সংবাদ মাধ্যম এএনবি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ জুলাই উপজেলার যোগানীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারীভাবে প্রাপ্ত ভিজিএফ এর চাল দুঃস্থদের মাঝে বিতরণ চলছিল। এমতাবস্থায় কালোবাজারে চাল বিক্রি, মজুদ ও পাচারের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান পুলিশি সহযোগীতায় যোগানিয়া ইউনিয়নের জমশেদ আলী পান্তার বাড়ি ও কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষ থেকে ভিজিএফ এর ১ হাজার ৬৬০ কেজি চাল উদ্ধার করেন। পরে এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১০ জনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত না করে পক্ষপাতমূলক তদন্তে এজাহারভুক্ত আসামী ইউপি সদস্য আব্দুর রশিদ, আব্দুল হালিম ও জমশেদ আলীকে মামলার চার্জশীট থেকে অব্যাহতি দিয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমীর হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য লাভলী বেগম, ইইপ সদস্য মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, স্থানীয় কৃষক সাদেক আলী, মোটরসাইকেল চালক হতদরিদ্র মোতালেব হোসেন ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শেখ ফরিদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
এমতাবস্থায় সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, শেখ ফরিদ ও মোতালেব হোসেন নিজেদের নির্দোষ দাবী করে মামলাটি পুনঃ পুলিশি তদন্তের দাবী জানান।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ১০ জনের নামে মামলা দায়ের করার পর এসআই শাহীন সরকারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তে যাদের বিরুদ্ধে স্বাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে তাদের নামেই চার্জশীট দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com