1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

এবার যুক্তরাষ্ট্রে করোনার নতুন রূপ

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের অতিসংক্রামক ধরণটি শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসের নতুন রূপটিতে আক্রান্ত এই ব্যক্তি কলোরাডো রাজ্যের বাসিন্দা।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত ২০ বছরের ওই তরুণের সম্প্রতি কোনো ভ্রমণ ইতিহাস নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত তরুণের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া করোনার নতুন এই রূপটিতে অন্য কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে কাজ চলছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। তবে আক্রান্ত ব্যক্তির জন্য এটি তুলনামুলকভাবে কম বিপজ্জনক। ইতোমধ্যে ১৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com