রাসেল কবির মুরাদ, কলাপড়া (পটুয়াখালী) : পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা পৌর নির্বাচনে জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হাওলাদার বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৩৩।
তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীক নিয়ে আব্দুল বারেক মোল্লা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৬৮৪ ।
গত সোমবার কুয়াকাটা পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে ৪জন প্রার্থী মেয়র পদে অংশগ্রহণ করেছিলেন। অপর ২জন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে আবদুল আজিজ মুসুল্লী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা নুরুল ইসলাম হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।