আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে প্রথম দেশ হিসেবে আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উন্নয়ন করা করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বুধবার এক বিবৃতিতে ব্রিটিশ স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘কোভিড-১৯ এর টিকা হিসেবে ব্যবহারের জন্য ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থার সুপারিশে সরকার অক্সফোর্ড ইউনিভার্সিটি ও আস্ট্রাজেনেকার টিকাকে গ্রহণ করেছে আজ।’
করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আট কোটি ২৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৭ লাখ ৯৬ হাজারের বেশি আক্রান্ত। চলতি মাসের প্রথম সপ্তাহ যুক্তরাজ্যই বিশ্বে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনার টিকার অনুমোদন দেয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।
করোনার মহামারি ঠেকাতে চলতি বছর টিকা উদ্ভাবনে তোড়জোড় শুরু করে উন্নত দেশগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ৬০টি টিকার ক্লিনিক্যাল উন্নয়ন হয়েছে এবং ট্রায়ালে আছে আরও ১৭২টি।