নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ও শহর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ভিপি তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেনের কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমীন, যুগ্মআহবায়ক আশরাফ আলী, আলী আশরাফ ভুইয়া, দুলাল হোসেন, শহর বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুর রহমান তারা, শহর যুবদলের যুগ্মআহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ মিনার চত্বরস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।